বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই মোঃ শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশাল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ইং ২২ নভেম্বর/২০২০ ত্রিশাল থানাধীন ধানীখোলা থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ ফারুক মিয়া (৩০), পিতা-নজরুল ইসলাম, মাতা লিলি আক্তার, গ্রাম-ধানীখোলা মধ্যভাটিপাড়া ডামেরমোড়, থানা-ত্রিশাল, ২। মোঃ মোশারফ হোসেন (৩৫), পিতা- মৃত আবু বক্কর সিদ্দিক, মাতা হাজেরা খাতুন, গ্রাম- আন্ধারিয়াপাড়া, থানা ফুলবাড়ীয়া, উভয় জেলা-ময়মনসিংহ, এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশাল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ইং ২৩ নভেম্বর/২০২০ ত্রিশাল থানাধীন সাইথকান্দা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ৩। মোঃ ফরহাদ বিন মজিব @ সুমন (৩৮), পিতা-মোঃ মজিবুর রহমান, মাতা-মোছাঃ মমতাজ বেগম, সাং-সাউথকান্দা মধ্যপাড়া, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ, এসআই মোঃ হাবিবুর রহমান পাগলা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ইং ২২ নভেম্বর/২০২০ পাগলা থানাধীন কান্দিপাড়া থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ৪। আবু সাইদ(৩৫),পিতা-মোঃনুরু সরকার,মাতা-মোছাঃ লিলিং বেগম,সাং-নয়াবাড়ি,৫। আলমগীর(২২),পিতা-আঃ সালাম,মাতা-মোছাঃ রাশিদা বেগম,সাং-নুরাপাড়া,উভয় থানা-পাগলা,জেলা-ময়মনসিংহ এবং এসআই আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ইং ২২ নভেম্বর/২০২০ কোতোয়ালী থানাধীন আকুয়া থেকে ২০ টি নেশাজাতীয় ইনজেকশনা মাদক ব্যবসায়ী ৬। মোঃ আজিম (২৪), পিতা-মোঃ বাদশা মিয়া, মাতা মৃত-আম্বিয়া খাতুন, সাং-আকুয়া জুবলি কোয়াটার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং এসআই মোঃ শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহঅভিযান পরিচালনা ইং ২৩ নভেম্বর/২০২০ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন গোজাদিয়া থেকে ময়মনসিংহ নান্দাইল মডেল থানার মামলা নং-২৬, তারিখ-১৮/০৩/২০২০ ইং ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড এর আসামী ৭। মোঃ হারুন অর রশিদ (৫০), পিতা মৃত-সাফের উদ্দিন, সাং-কামাল দেহুন্দা, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।