আজ মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:২৮ পূর্বাহ্ন
মঠবাড়িয়ায় প্রেম করে পরিবারের অমতে পালিয়ে গিয়ে বিয়ে,অতঃপর হাসপাতাল থেকে লাশ উদ্ধার।
মঠবাড়িয়া প্রেতিনীধি
মোঃ আবুল বাশার।
মঠবাড়িয়ায় কে.এম লতীফ ইনস্টিটিউশনের ১০ম শ্রেণীর শিক্ষার্থী তন্বী আক্তার,বাড়ি উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামে। বাবা দুবাই প্রবাসী। প্রেম করে বিয়ে করে পালিয়ে যান মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ড এর মোঃ মুজিবুর রহমান এর পূত্র মোঃ মিনহাজুর রহমান এর সাথে। নিহত তন্বীর ভাই জানান,তন্বীর পালিয়ে যাওয়ার শোকে তাদের মা স্ট্রোক করে মারা যান। পরে স্থানীয় নেতাদের মধ্যস্থতায় তাদের তন্বীর সাথে তার প্রেমিকা মিনহাজুর রহমান এর বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরে তন্বী তার ভাই কে মাঝে মধ্যে ফোন দিয়ে যোগাযোগ করতো। গতকাল সকালে তন্বী তাহার ভাইকে ফোন করে আসতে বললে, তন্বীর ভাই ব্যস্ত থাকায় যেতে পারেনি। আবারও বিকালে পুনরায় ফোন করে আসতে বলে তন্বী, দুইবার ফোন পেয়ে ভাই যাওয়ার জন্য প্রস্তুত হলে।৫টার দিকে তাকে বলা হয় হাসপাতালে যেতে। গিয়ে বোনের লাশ দেখতে পান।
তন্বীর চাচার দাবি,তন্বীকে খুন করে হাসপাতালে এনে আত্মহত্যার রুপ দেয়া হয়েছিল। তিনি আরও জানান তন্বীকে প্রেমের ফাঁদে ফেলে মিনহাজুর রহমান ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল প্রথমদিকে। তিনি পরে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। বিষয়টি তদন্তদীন আছে।