আজ মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০২:২২ অপরাহ্
চট্রগ্রাম প্রতিনিধিঃ-
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ফেনী জেলার ফেনী মডেল থানাধীন রামপুর এলাকার মদিনা অটো মোবাইল এন্ড ওয়ার্কস এর সামনে কতিপয় চোরাকারবারী বন্যপ্রাণী পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৫ নভেম্বর ২০২০ ইং তারিখ ১৪২০ ঘটিকায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী ১। মোঃইয়াকুব আলী (১৮), পিতা- আশরাফুল ইসলাম, সাং- কুমিরা, থানা- সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম ও ২। মোঃ শাখাওয়াত হোসেন প্রকাশ সাব্বির (১৯), পিতা- মৃত মাহমুদুল হক,সাং- কুমিরা, থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম্#৩৯;দের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের দেখানো ও সনাক্তমতে নিজ হেফাজতে থাকা একটি খাচাসহ ০২ টি বন্যপ্রাণী (তক্ষক) উদ্ধারপূর্বক আসামিদের গ্রেফতার করা হয়। আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা বন্যপ্রাণী (তক্ষক) ০২ টি ২০ লক্ষ টাকায় বিক্রয়ের জন্য চেষ্টা করছিল এবং দীর্ঘদিন যাবত বন্যপ্রাণী (তক্ষক) অবৈধ ভাবে নিজ দখলে রেখে দেশ-বিদেশে পাচার করে আসছে। উল্লেখ্য যে, উদ্ধারকৃত বন্যপ্রাণী (তক্ষক) ০২ টি খাঁচাসহ বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, ফেনী এর নিকট
হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে
ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।