বিশেষ প্রতিনীধিঃ
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলাধীন রাজবাড়ী গ্রামের প্রতিবন্ধী বাবার ১০ বছরের কন্যা গৃহকর্মী নিশিকে অভাবের তারনায় গৃহ কর্মী হিসাবে কাজ করার জন্য
কিশোরগঞ্জ জেলার থানাধীন কালিপুর গ্রামের নিবাসী গৃহকর্তা মিজানুর রহমান (বাবু) ও তার স্ত্রী শারমিন রহমান (মুন্নি) তাহাদের গৃহে গৃহকর্মী হীসাবে কাজ করার জন্য দিলে কাজের কোন ভুল হলেই গৃহ কর্তা মিজানুর রহমান ও তাহার স্ত্রী মিসেস শারমীন রহমান (মুন্নী) ১০ বছরের শীশু কন্যার উপর নির্যাতন শুরু করে এমনকি গরম খুন্তির আঘাত দিয়া নির্যাতন করে বিশেষ ভাবে ঘটনা এনপি এস ন্যশনাল প্রেশ সোসাইটির প্রতিনীধি জানতে পারলে তাহাকে উদ্ধার করে নিকটতম হাসপাতালে চিকিৎসা করা হয়। চিকিৎসা শেষে ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপি এস) এর উদ্যোগে ময়মনসিংহ জজ কোর্টে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।বিষয়টি দেখাশুনার জন্য সংস্থান যুগ্মসাধারণ সম্পাদক রবিন বরকতউল্লাহ সাহেব কে দায়ীত্ব দেওয়া হয়