আজ মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:৫৯ পূর্বাহ্ন
ঝিনাইদহে ৬০ (ষাট) বোতল ফেন্সসিডিলসহ একটি কালো রং এর ১৬০ সিসি Apache RTR 4v মোটর সাইকেল উদ্ধার।
লালন মন্ডল,ঝিনাইদহ প্রতিনিধিঃ
পুলিশ সুপার ঝিনাইদহ মহোদয় এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ মহেশপুর থানার নেতৃত্বে এসআই(নিঃ)/আব্দুর রশিদ ও সংগীয় অফিসার ফোর্স সহ ইং-০১/০২/২০২৩ তারিখ মহেশপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করিয়া মহেশপুর থানাধীন ০৫ নং শ্যামকুড় ইউপির শেখ হাসিনা পদ্মপুকুর ডিগ্রী কলেজের মাঝের গেটের পূর্ব পাশে পাকা রাস্তার উপর পলাতক আসামী মোঃ বকুল হোসেন(২১), পিতা-মোঃ আলাউদ্দীন ,স্থায়ী: গ্রাম- শ্যামকুড় কাঠালবাগানপাড়া , থানা- মহেশপুর, জেলা -ঝিনাইদহ এবং অজ্ঞাত নামা পলাতক আসামী ৩/৪ জন এর কাছ থেকে ফেলে পালিয়ে যাওয়া ৬০ (ষাট) বোতল ফেন্সসিডিল এবং একটি কালো রং এর ১৬০ সিসি Apache RTR 4v মোটর সাইকেল সহ উদ্ধার করা হয।