আজ রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:৩৬ অপরাহ্
বিশেষ প্রতিনিধিঃ র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ^াস অর্জন করতে সক্ষম হয়েছে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন ১৭ নং ওয়ার্ড এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৩ জুন ২০২১ তারিখ ০২৪৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোরন চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১। আব্দুল হান্নান (৪২), পিতা- আহামধুর রহমান, মাতা- মৃত মনছুরা বেগম, সাং- কোরিয়ার দিয়া (উজান টিয়া), থানা- পেকুয়া, জেলা- কক্সবাজার এ/পি- হোল্ডিং নং- ১৬৯৪ বি/৩০৯১/১/৪৫৩৪, মোরর্শেদ মেনসন, বিল্ডিং ৪র্থ তলা, ১ম নং ফ্ল্যাট, ০২ নং রুম, ১৭ নং ওয়ার্ড, থানা- বাকলিয়া, চট্টগ্রাম মহানগর, ২। শাহবুদ্দিন (৩২), পিতা- সিদ্দিক আহম্মেদ, মাতা- ছেনোয়ারা বেগম, সাং- দক্ষিণ চিরতী, ০৮ নং ওয়াড, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম এ/পি- ৫ম তলা, নূর বিল্ডিং, খতিবর হাট, থানা- চান্দগাঁও, চট্টগ্রাম মহানগর, ৩। সাইফুল ইসলাম মামুন (২৫) এবং ৪। আসিফ খান মনির (২৪) উভয় পিতা- মনজুর আলম,উভয় মাতা-রুবি আক্তার,সর্ব সাং- করিয়ারদ্বিয়া(ফকিরাঘুনা), থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার এ/পি- রাহাত্ত্ধসঢ়;রপুল (কাঁচা বাজার মোড়), থানা-বাকলিয়া, চট্টগ্রাম মহানগরীদের আটক করে। পরবর্তীতে উপস্থিতি সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেহ তল্লাশি করে নিজ হেফজতে থাকা ১৯,৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম জেলার মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৫৮ লক্ষ ৮০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।