আজ রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:১০ অপরাহ্
চট্টগ্রাম র্যাব-৭ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মোটর সাইকেল যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ ১৯৩৫ ঘটিকায় র্যাব-৭ এর একটি
আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন হাফেজ নগর শাহ আমানত সংযোগ, পূর্ব বাকলিয়ায় অবস্থিত আল মদিনা কমিনিউটি হল এর সামনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মোটর
সাইকেল এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা মোটর সাইকেলটিকে থামানোর সংকেত দিলে মোটর সাইকেলটি র্যাবের চেকপোস্ট এর সামনে থামিয়ে মোটর সাইকেল চালক
দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী মোঃ আরাফাত হোসেন (২৩), পিতা- আবদুল মজিদ, সাং- মীর্জাখিল জামাদার পাড়া, থানা- সাতকানিয়া, জেলা- চট্রগ্রাম’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে
ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্ত মতে মোটর-সাইকেলের সাইড কভারের ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৯,৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ উক্ত মোটর সাইকেলটি (চট্র- মেট্রো-ল-১৫-৯৫৪৯) জব্দ করা হয়।