আজ মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৩:২৩ অপরাহ্
চট্রগ্রাম প্রতিনিধিঃ-
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া আটগাছ তলা সাকিনস্থ রফিক ভবন হোল্ডিং নং-২৯০,বি/৩৫৭ নং- বাড়ীর ২য় তলায়, ২৪ নং কক্ষের সামনে কতিপয় চোরাকারবারী অবৈধ ভাবে পুরাকীর্তি কষ্টি পাথর ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১১ জানুয়ারি ২০২১ ইং তারিখ ১৫০৫ ঘটিকায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১। প্রফুল্ল দাস (৬৫), পিতা-মৃত অতুল দাস, সাং- দলঘাট (বিশ^ এর বাড়ী), থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে-চররাঙ্গামাটিয়া আটগাছ তলা, রফিক ভবন হোল্ডিং নং-২৯০, বি/৩৫৭ নং- বাড়ীর, ২য় তলায়,২৪ নং- কক্ষের ভাড়াটিয়া, থানা- চান্দগাঁও, চট্টগ্রাম মহানগর এবং ২। তুহিন দে (২২),পিতা- শংকর দে, সাং- সরোয়াতলী, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রামদের আটক করে।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ১নং আসামীর হাতে থাকা বস্তা ও ২নং আসামীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৩.২৬ কেজি ওজনের পুরাকীর্তি কষ্টি পাথরের প্লেট ও বাটি উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা কষ্টি পাথর অবৈধ ভাবে বিক্রয়ের জন্য উক্ত স্থানে অবস্থান করছিল।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ
ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়ে