আজ রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:১৮ অপরাহ্
কুমিল্লা জেলার লালমাই থানাধীন আজবপুর এলাকায় অভিযান চালিয়ে
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি প্রেরণ করে হুমকি
প্রদান ও আপত্তিকর প্রস্তাব করার অপরাধে ০১ জন’কে আটক করেছে র্যাব-৭।
চট্রগ্রাম ব্যুরোঃ
ভিকটিমের অভিভাবক র্যাব-৭ এ লিখিত অভিযোগ করেন যে, অভিযোগকারীর মেয়ে ফেইসবুক আইডি দিয়ে জনৈক যুবকের ফেইসবুক মেসেঞ্জারে কথা বার্তাসহ ছবি আদান প্রদান করত। এক পর্যায়ে ঐ যুবকের সাথে অভিযোগকারীর মেয়ের সম্পর্ক বিচ্ছিন হয়ে যায়। পরবর্তীতে আসামি মোঃ তৌহিদুল ইসলাম ভিকটিমের ফেসবুক বন্ধুর আইডি হ্যাক করে সেখান থেকে ছবি সংগ্রহ করে বিকৃত করে অভিযোগকারীর মেয়ের ফেইসবুক ও ইমু আইডিতে যোগাযোগ করে বিভিন্ন প্রকার অশ্লীল মেসেজসহ অশ্লীল বিকৃত ছবি পাঠিয়ে ভয় দেখায় এবং কু প্রস্তাব দেয় এবং ভিকটম আসামি তৌহিদুল ইসলামের সাথে দেখা না করলে কিংবা কোন প্রকার যোগাযোগ না করলে ভিকটিমের অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে মর্মে অভিযোগকারীর মেয়ে ও ছেলেকে হুমকি দেয়। অভিযোগকারীর মেয়ের নিরাপত্তার স্বার্থে চট্রগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় সাধারন ডাইরী দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-৭ বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির ফেইসবুক ও ইমু আইডি সম্পর্কে তথ্য সংগ্রহ করে। অদ্য ১২ আগস্ট ২০২০ ইং তারিখ রাত n০১৩০ ঘটিকায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার লালমাই থানাধীন যুক্তিখোলা বাজারের উত্তর পাশে আজবপুর গ্রামে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্ট করলে র্যাব সদস্যরা আসামী মোঃ তৌহিদুল ইসলাম(২৬), পিতা- ফজলুর রহমান, সাং- আজবপুর, থানা- লালমাই, জেলা- কুমিল্লাকে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে অভিযোগকারীর মেয়ের ফেইসবুক আইডি ও ইমু আইডি এবং অভিযোগকারীর ছেলের ফেইসবুক আইডিতে বিভিন্ন প্রকার মেসেজ ও ভিকটিমের অশ্লীল ছবি প্রেরণের সত্যতা পাওয়া যায়। এছাড়াও আসামীর মোবাইল ফোনে ভিকটিমের আপত্তিকর ছবি পাওয়া যায়।
গ্রেফতাকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম
মহানগরীর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।