আজ শনিবার, ১০ এপ্রিল ২০২১, ০৬:২৬ অপরাহ্
নিজস্ব প্রতিনিধিঃ
র্যাব প্রতষ্ঠিালগ্ন থেেক সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদরে গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যাব-৭, চট্টগ্রাম; অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, র্ধষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবধৈ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের করে জিরো টলারন্সে নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা র্অজন করতে সক্ষম হয়েছে। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহি বাস যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে ঢাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ২২ মার্চ ২০২১ ইং তারিখ ০১০৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন শান্তিরহাট বাজারস্থ মীর সুপার মার্কেটের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি বাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব
সদস্যরা বাসটিকে থামানোর সংকেত দিলে বাসটি র্যাবের চেকপোস্টের সামনে থামালে র্যাব সদস্যরা গাড়িতে উঠে যাত্রীদের তল্লাশী করলে ইঞ্জিন কভারের উপরে বসে থাকা দুইজন যাত্রীকে ও বাসের ড্রাইভারকে নেশাজাতীয় মাদকদ্রব্য আছে কিনা জিজ্ঞাসা করলে তাদের কথাবার্তায় সন্দেহভাব প্রকাশ পেলে ড্রাইভার আসামী ১। এরশাদুল (৩৬), পিতা- মোঃ ফরিদ, সাং- নৈইবাড়ী, ৪১নং ওয়ার্ড, থানা- পূবাইল, জেলা- গাজীপুর, ২। মোঃ আলী (৪০), পিতা- গোলাম হোসেন, সাং- ধেচুয়া পালং, থানা- রামু, জেলা- কক্সবাজার এবং ৩। কামাল উদ্দিন (২৮), পিতা- মোঃ জাফর আলম, সাং- জাফরবাড়ী, তুলা বাগান, ২নং ওয়ার্ড, কুনিয়াপালং থানা- রামু, জেলা- কক্সবাজারদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্তমতে তাদের নিজ হেফাজতে থাকা ড্রাইভিং সিটের পিছনে থাকা একটি নিল রংয়ের ফলের ক্রেটে স্কসটেপ ও কাগজে মোড়ানো অবস্থায় ২১,২৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয় এবং উক্ত বাসটি
(ঢাকা-মেট্রো-ব-১৫-১৯২৩) জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬৪ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।